• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

পটুয়াখালী জেলার সিভিল সার্জন হলেন ডাঃ জাহাংগীর আলম শিপন

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৯, ১০:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাংগীর আলম শিপন পটুয়াখালী জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
ডাঃ শিপন ২০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ২৯/৬/২০১৫ তারিখে। ৩০/১০/২০১৯ পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ছিলেন। তিনি ফরিদগঞ্জে ইউএইচএফপিও হিসেবে যোগদান করার পর পুরো উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। বিশেষত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগীবান্ধব হিসেবে গড়ে তুলেছেন। সে জন্যে ফরিদগঞ্জবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রায় সাড়ে চার বছর তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া তাঁর চাকরি জীবনের অধিকাংশ সময়ই তিনি চাঁদপুর জেলায় কাটিয়েছেন। তাই তিনি চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

সর্বাধিক পঠিত