• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাতারে বাংলাদেশ স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উদযাপন

প্রকাশ:  ২৭ ডিসেম্বর ২০২০, ২২:১৭
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

কাতারে বাংলাদেশ স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উদযাপন

ইউসুফ পাটোয়ারী লিংকন

আজ (২৬ ডিসেম্বর) সকালে কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ কর্তৃক বাংলাদেশের মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন অংশগ্রহণ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের পরিচালক, প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল এবং শিক্ষকবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত কেক কেটে অনুষ্ঠান শুরু করেন।

মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রদূত কাতারের সরকার ও জনগণ এবং কাতারে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ কমিউনিটির সকলের অংশগ্রহণে করোনামুক্ত আগামী বছর গুলোতে মহান বিজয় দিবস এবং কাতারের জাতীয় দিবস উৎসব মূখর পরিবেশে পালনের আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ভাতৃপ্রতিম দুই দেশ কাজ করে যাচ্ছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত