• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতির জনকের সমাধিস্থলে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ:  ০১ মার্চ ২০১৯, ০২:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার সময় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, স্পেন আওয়ামী লীগ সভাপতি ও সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.আর.আই.এস রবিনসহ ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির শুভ যাত্রায় জাতির জনকের সমাধিতে সম্মান প্রদর্শন শেষে নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতৃবৃন্দের মধ্যে ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্পেন আওয়ামী লীগের সভাপতি এস.আর.আই.এস রবিন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ খুব স্বল্প সময়ে দরিদ্রতাকে পিছিয়ে ফেলে উন্নয়নের অগ্রযাত্রাতে উপনীত হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে কোনো না কোনোভাবে বিরল হিসেবে প্রতিস্থাপিত। বর্তমান সরকার ইউরোপ থেকে শুরু করে অন্য মহাদেশগুলোতে বাংলাদেশ রাষ্ট্রের পরিচিতি তুলে ধরতে সফল হয়েছে। এজন্যে আমরা প্রবাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চির কৃতজ্ঞ।

 

সর্বাধিক পঠিত