• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

শিশুদের জন্য ইউটিউব চ্যানেল তাকডুমাডুম

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০১৯, ০০:৩০
নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
প্রিন্ট

শিশুদের জন্য বৈশাখে আসছে ইউটিউব চ্যানেল তাকডুমাডুম। তাকডুমাডুম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য আর বিনোদন নিয়ে কাজ করছে। প্রথম মৌসুমে থাকছে ‘রূপকথার গল্প’ ও ‘নীতিকথার গল্প’, মুক্তিযুদ্ধ নিয়ে ‘মুক্তির গল্প’, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনকথা’, কৌতুক ‘হাসাহাসি’ আর যাদু ‘ছু মন্তর’।তাকডুম, বাঘডুম, মিউমিউ আর টিউটিউকে সঙ্গে নিয়ে আহমেদ তোফায়েল মজার আর শিক্ষামূলকভাবে সাজিয়েছেন তাকডুমাডুমের প্রতিটি পর্ব। অভিনয়ে রিমবিক, মীম, নিলয় এবং লামিয়া।

প্রথম মৌসুমে অংশ নিয়েছেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, মনোবিজ্ঞানী মনজিয়া মোস্তাক, যাদু শিল্পী অর্নিল এবং কৌতুক শিল্পী রিজু। পরিকল্পনা, গ্রন্থনা এবং উপস্থাপনায় আহমেদ তোফায়েল। পরিচালনায় আহমেদ তোফায়েল ও সাগর মৃধা।আহমেদ তোফায়েল জানান, শিশু কিশোররা যাতে সঠিক মানসিক স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠতে পারে সেই তাড়না থেকেই তাকডুমাডুমের জন্ম। takdumaduএই নামে ইউটিউব এবং ফেসবুক পেজে সবগুলো পর্ব দেখা যাবে। যোগাযোগ: [email protected]

সর্বাধিক পঠিত