• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

নারী দিবসে ডেটিং অ্যাপের কথা জানালেন প্রিয়াংকা

প্রকাশ:  ১১ মার্চ ২০১৯, ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উদ্দেশ্যে এক খোলা চিঠি পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

খোলাচিঠিতে প্রিয়াংকা বলেন, জগতের সেসব নারীকে ধন্যবাদ, যারা তাদের বাধাধরা জীবন ছক ভেঙে সমাজে নিজেদের ভিন্নরকম পরিচয় দাঁড় করিয়েছেন। আজকের এই নারী দিবস আমাদের মত প্রকাশের স্বাধীনতা উদযাপনের দিন। নারীরা যেন তাদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিতে পারেন, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিশেষ এক ডেটিং অ্যাপের কথা জানিয়েছেন প্রিয়াংকা।

প্রিয়াংকা জানান, এমন কোনো দায়িত্ব নেই, যা নারীরা পালন করতে পারে না। মা, স্ত্রী, বোন ও মেয়ে হিসেবে সব দায়িত্বই নারীরা নিঁখুতভাবে পালন করে থাকেন।

প্রসঙ্গত প্রিয়াংকা চোপড়া সফল একজন বলি অভিনেত্রী। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি হলিউডেও জনপ্রিয় হয়ে উঠছেন। ব্যক্তিগত জীবনে ধরাবাধা ছক ভেঙে নিজের পছন্দ অনুযায়ী ১০ বছরের ছোট নিককে বিয়ে করেছেন তিনি।

শুধু রুপালি জগতেই নিজেকে বেঁধে রাখেননি তিনি। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করে যাচ্ছেন এই বলি অভিনেত্রী।

সর্বাধিক পঠিত