• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিশালের কথায় গাইলেন অনুপম

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৩ | আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৪
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। গভীর প্রেম, জীবনবোধ এবং সমৃদ্ধ কথার জীবনমুখী-দর্শনভিত্তিক গান সৃষ্টি করে দুই বাংলার শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি।

অনুপম নিজের লেখা গানের বাইরে কণ্ঠ দেন না বললেই চলে। নিজ কণ্ঠের গানগুলোর গীতিকাব্য রচনা, সুরারোপ করা এবং সংগীত নিজেই করে থাকেন। জনপ্রিয় এই সংগীতশিল্পী প্রথমবার বাংলাদেশের গীতিকবির লেখা একটি গানে কণ্ঠ দিলেন। ‘পারছি তো খুব’ শিরোনামের গানটির কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর-সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম।

‘পারছি তো খুব/লুকোতে ব্যথা/জলভরা দু’চোখ/মন কি তোমার/চাই না কভু/আমার ভালো হোক’ এমন কথার গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন অনুমপ রায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো গানের প্রতিটা লাইনে একটি বার্তা আছে, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি সিনেমার বাইরে গান করি না। এই গানের ট্র্যাক আমাকে পাঠানোর পর টানা বেশ কয়েকবার শুনলাম। কথার পাশাপাশি সুর-সংগীতও চমৎকার হয়েছে। তাই গান করব না-এই কথা বলার সাহস পাইনি। গীতিকবি বিশালের জন্য অনেক শুভকামনা।’

অনুপমের গাওয়া গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন জুয়েল রানা। এতে দেখা যায়, অনুপম রায়, মেহজাবিন ও এস এন জনিকে। গতকাল বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

তথ্যসূত্র :রাহাত সাইফুল : রাইজিংবিডি ডট কম।

সর্বাধিক পঠিত