• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মোলহেডে ‘শিল্পের শহর চাঁদপুর’ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ০৮:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উন্মুক্ত স্থানে ‘শিল্পের শহর চাঁদপুর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
গতকাল ১১ নভেম্বর রোববার বিকেলে  পর্যটন এলাকা চাঁদপুর বড় স্টেশন মোলহেডে ‘শিল্পের শহর চাঁদপুর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কণ্ঠশিল্পী অনিতা নন্দী ও মৃনাল সরকারের সঙ্গীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন অনিতা নন্দী, মৃনাল সরকার, দৃষ্টি প্রতিবন্ধী সীমান্ত ও প্রান্ত। সোমা দত্ত ও ফাতেমাতুজ জোহরার যৌথ নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করে আরিফ, নীহা, কুহু, জেরিন, আভা, অহনা, মীম, ফাইজা, ¯েœহা, তানজিলা, ফারহা, আরিয়ানা, মুশাররাত ও নবশ্রী। উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, বিশিষ্টি লেখক কবি ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, সাংবাদিক মানিক দাস, শেখ আল-মামুন, শাওন পাটওয়ারী, এসএম সোহেলসহ পর্যটন এলাকায় ভ্রমণ পিপাসু কয়েক শতাধিক ব্যক্তিবর্গ।

 

সর্বাধিক পঠিত