• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছরপূর্তি উৎসবের আজ উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ০১:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) উৎসব আজ ৫ নভেম্বর বিকেল ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে। চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে আনুষ্ঠানিকভাবে মেলার পতাকা উত্তোলন, সদস্যদের শপথগ্রহণ, ফলক উন্মোচন, পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও আলোচনা সভা। উল্লেখ্য, ১৯৬৮ সালের ৫ নভেম্বর মতলব সূর্যমূখী কচি-কাঁচা মেলা প্রতিষ্ঠিত হয়।
মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক এবং উদ্যাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন।

 

সর্বাধিক পঠিত