• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ট্রাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে ২ মেট্টিক টন জাটকা আটক

প্রকাশ:  ২০ মার্চ ২০২১, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় ইউএনও স্নেহাশীষ দাশের নেতৃত্বে ট্রাস্কফোর্স ২০ মার্চ ভোরে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২ মেট্টিক টন  (২০০০ কেজি) নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ উপজেলার স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট গাড়ির ড্রাইভারসহ আরো ২ জন আসামীকে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রত্যেককে ১ (এক) বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, জনস্বার্থে  উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে এ রকম অভিযান চলমান থাকবে । কেউ কোন প্রকার আইন অমান্য করলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।