• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চান্দ্রা ইউনিয়নে চুরিকৃত টিন উদ্ধার

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে জমি আছে ঘর নেই প্রকল্পের চুরি হওয়া টিন উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে বাখরপুর গ্রামে জমি আছে ঘর নেই প্রকল্পের ৩৪৯ পিচ টিন চুরি হয়ে যায়। ১ ফেব্রুয়ারি চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী কালু এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।


গতকাল বুধবার পশ্চিম বাখরপুর গ্রামের আবু তাহের পুকুরে মাছ ধরার জন্যে নামলে জহির ও স্বপন মাছ না ধরার জন্যে নিষেধ করেন। তাদের নিষেধ অমান্য করে আবু তাহের পুকুরে নামে এবং তার পা টিনে কেটে যায়। তার ডাক-চিৎকার শুনে মমিন, মওদুদ ও জাকির এগিয়ে আসলে আবু তাহের তাদের সম্মুখে টিন উত্তোলন করেন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু চাঁদপুর মডেল থানাকে অবগত করলে এসআই আবু হানিফ সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে তাদের সামনে ২৯পিচ টিন উদ্ধার করেন। উদ্ধারকৃত টিন চেয়ারম্যানের দায়িত্বে দিয়ে আসেন।

 


তিনি এ টিন চুরির সাথে স্বপন খান ও মিজান গাজী জড়িত রয়েছে বলে জানান এবং দু চোরের পরিবারবর্গ চুরির বিষয়টি স্বীকার করে। এসআই আবু হানিফ বলেন, বাকি টিনগুলো উদ্ধার করার কাজ চলছে।

 


চেয়ারম্যান খান জাহান আলী কালু বলেন, সরকারের দেয়া প্রকল্পের টিন চোরকে ছাড় দেয়া যাবে না। দুজন ব্যক্তির নাম পাওয়া গেছে। বাকি টিনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এ চুরির সাথে জড়িতদেকে আইনের আওতায় আনা হবে। চুরির বিষয় জানতে পেরে গত মঙ্গলবার প্রকল্প কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।

সর্বাধিক পঠিত