• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে কচুয়ায় প্রধান শিক্ষককে জরিমানা

প্রকাশ:  ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-০১ কচুয়া জোনাল অফিসের আওতাধীন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলমের নিকট থেকে ৭১ হাজার ৩শ' ৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুৎ আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, কচুয়ার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও ১৫০নং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম তার বাড়ির পাশে মৎস্য খামারে পানি দেয়ার কাজে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ লাইনের তার হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে মোটর চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর গভীর রাতে কচুয়া জোনাল অফিসের এজিএম মোঃ সিজান আহমেদ অভিযান পরিচালনা করেন। এসময় মোটর চলমান অবস্থায় দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মোটর জব্দ করে নিয়ে আসে।

কচুয়া জোনাল অটিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লোক পাঠিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মোটর জব্দ করে নিয়ে আসি। বিদ্যুৎ আইন অনুযায়ী নোটশীটের মাধ্যমে ৭১ হাজার ৩ শত ৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সর্বাধিক পঠিত