• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে গৃহবধূসহ হামলার শিকার ॥ আহত ৫

প্রকাশ:  ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর প্রধানীয়া বাড়িতে মোঃ তাজল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে হামলার শিকার হন মোঃ শাহজানের স্ত্রী সাজেদা বেগমসহ আরও ৫ জন। ঘটনাটি ঘটে গত ৪ সেপ্টেম্বর। সাজেদার বক্তব্য ও মামলার বিবরণী থেকে জানা যায়, কিছুদিন পূর্বে ড্রেজার দিয়ে আমরা যৌথভাবে বাড়ি ভরাট করি এবং হিসাবনিকাশ করে ৬০০০/- টাকা আমরা পাওনা হই। কিন্তু কদিন যাবৎ তাজুল ইসলাম দেই দিচ্ছি করে ঘুরিয়ে আসছে। গত ৪ সেপ্টেম্বর পাওনা টাকা চাইতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ঠিক করা লাঠিয়াল বাহিনী তাজুল ইসলাম পিতা মৃত আছলাম, নাছির, মুকবুল মুন্সী, কাউছার, সুমন, কালাম, সাজুদা ও নাছিমাসহ সবাই মিলে মারধর শুরু করলে আমার ডাক চিৎকার শুনে কুলছুমা, রিয়াদ, হৃদয়, মাকছুদা, সুমি তাদের কবল থেকে উদ্ধার করতে আসলে তাদেরকেও মেরে আহত করে। প্রথমে আলীগঞ্জ হাসপাতালে নিলে অবস্থা খারাপ দেখে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করেন এবং আমার মেয়ে খালেদা বেগম, পিতা-শাহাজান গত ৯ সেপ্টেম্বর বাদী হয়ে বিজ্ঞ হাজীগঞ্জ আমলী আদালতে মামলা করেন। মামলার কথা শুনে তাজুল ইসলাম গং আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি প্রদানসহ নারী নির্যাতনের মামলা দিয়ে এলাকা ছাড়ার পাঁয়তারা করছে। এখন আমরা তাদের ভয়ে মানবেতর জীবন-যাপন করছি।

 

সর্বাধিক পঠিত