• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৫ দিনেও উদ্ঘাটন হয়নি গৃহবধূ আকলিমার হত্যা রহস্য

প্রকাশ:  ১০ জুলাই ২০১৮, ০১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় গত ১৫ দিনেও উদ্ঘাটন হয়নি ৭ মাসের গর্ভবতী গৃহবধূ আকলিমা হত্যার রহস্য। সে উপজেলার নূরপুর গ্রামের কাউছার আলমের স্ত্রী । গত ২৪ জুন রোববার সকাল ৬টার দিকে বাড়ির পুকুর ঘাটলায় আকলিমার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে কাউছারের পরিবারের লোকজন দাবি করে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ-কোন্দলকে কেন্দ্র করে আকলিমা তার স্বামী কাউছার আলমসহ স্বামী গৃহের লোকজনের দ্বারা নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। স্থানীয় লোকজনের ধারণা, আকলিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আকলিমার পিতৃপক্ষেরও দাবি, তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
    গত ২৪ জুন সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আকলিমার মৃতদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। আকলিমার মৃত্যুর পর-পরই স্বামী কাউছার এলাকা থেকে গা-ঢাকা দেয়। অদ্যাবধি কাউছার  পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ আকলিমার শ্বশুর সিরাজ (৫৫) ও দেবর রাব্বি (১৮)কে সন্দেহজনক আসামী হিসেবে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আকলিমা হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও অদ্যাবধি ময়না তদন্তের রিপোর্ট কচুয়া থানায় আসেনি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান। ময়না তদন্তের রিপোর্ট থানায় না আসায় মামলার তদন্ত কার্যক্রম বলতে গেলে স্থবির হয়ে আছে। এমনি অবস্থায় গৃহবধূ আকলিমার মৃত্যু রহস্য উদ্ঘাটন হবে কিনা এমন প্রশ্ন লোক মুখে প্রকট হয়ে উঠছে।

সর্বাধিক পঠিত