• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিতে প্রাইম বেকারীকে ৫ হাজার টাকা জরিমনা

প্রকাশ:  ২৪ মে ২০২১, ০৮:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৩ মে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর-এর সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন চাঁদপুর সদরের পুরাণবাজারে অভিযান পরিচালনা করেছেন।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অপরাধে প্রাইম ফুডস বেকারীকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি এবং প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে সতর্কতামূলক এ জরিমানা করা হয়।
এছাড়া পুরাণবাজারে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।