• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুজবে কান না দিতে হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের অনুরোধ

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০২১, ১৬:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটাঃ রুহিদাস বণিক শনিবার বিকেলে তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। এতে স্পষ্ট করে বলেছেন, কোনো নারীর শ্লীলতাহানির বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা পুরোপুরি মিথ্যা। এ জাতীয় কোনো গুজবে কান না দিতে রোটাঃ রুহিদাস বণিক তার পেজে লিখেন, ‘চাঁদপুর ও হাজীগঞ্জ থানা এলাকায় কতিপয় কুচক্রী মহল নারীর শ্লীলতাহানি সংক্রান্ত ফেসবুকে বিভ্রান্তিকর ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে। এসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো’।
১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে দেয়া বার্তায় রোটাঃ রুহিদাস বণিক বলেন, ‘কতিপয় কুচক্রী মহল হাজীগঞ্জ উপজেলায় শ্লীলতাহানি ঘটেছে এ ধরনের পোস্ট ফেসবুকে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, নারীর শ্লীলতাহানির ঘটনা হাজীগঞ্জ উপজেলায় ঘটেনি। পূজা উদ্যাপন পরিষদ ও আমাদের জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এ ব্যাপারে অবগত নয়। অতএব সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ভুয়া খবর থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
উল্লেখ্য, রোটাঃ রোটারিয়ান রুহিদাস বণিক জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মানিত সদস্য।