• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এর উদ্ভোধন

প্রকাশ:  ২১ জুন ২০২১, ০০:১১
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এর উদ্ভোধন করা হয়েছে।

ইউসুফ পাটোয়ারী লিংকন

শাহরাস্তি ওয়ারুক পুর্ব বাজার মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার এর নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে ২০ জুন, আজ দুপুর ১ টা ৩০ মিনিটে। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে এর উদ্ভোধন করেন মুক্তিযোদ্বের ১ নং সেক্টর কম্যান্ডার স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

মোঃ সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হসপিটালের স্বত্বাধিকারী ডাঃ আরিফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জেড,এম আনোয়ার, মনির হোসেন চেয়ারম্যান, জহিরুল ইসলাম মানিক চেয়ারম্যান, শাহরাস্তি থানা ওফিসার্স ইনচার্য আব্দুল মান্নান, উপজেলা ভাইচ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, ফজলুল করিম বাগদাদী

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি উপদেশ দিয়ে বলেন ডায়াগনস্টিক যেন ঠিক মতে করা হয়, তিনি বলেন যদি ডায়গনস্টিক ঠিক মতে করা হয় তাহলে রোগ নির্নয় করতে সমস্যা হয় না, অন্যথায় সব কিছুই বৃথা যাবে। এদিকে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাঃ আরিফুল হাসান বলেন হাসপাতালে রোগিরা যেন কোনোভাবেই সুচিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রতি রবিবার বার মাত্র ৫০ টাকা ফি দিয়ে যে কেউ চিকিৎসার নিতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে।

দোয়া ও মনাজাত করে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।