• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে প্রস্তাবিত ডাকাতিয়া নদীর পাড়ে কর্নিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

প্রকাশ:  ২০ মে ২০২১, ২১:২২ | আপডেট : ২০ মে ২০২১, ২১:২৫
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তিতে প্রস্তাবিত ডাকাতিয়া নদীর পাড়ে কর্নিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

ইউসুফ পাটোয়ারী লিংকন

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতিয়ার পাড়ে প্রস্তাবিত পায়ে হেঁটে চলার পথ (কর্নিস) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টায় তিনি এ স্থান পরিদর্শন করেন।

জানা যায়, গণপূর্ত বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার সূচীপাড়া ব্রীজ হতে ডাকাতিয়ার পাড় হয়ে ছিখটিয়া ব্রীজ পর্যন্ত ডাকাতিয়ার পাড়ে প্রস্তাবিত পায়ে হেঁটে চলার পথ (ওয়াক ওয়ে) নির্মাণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএ’র পক্ষ হতে নদীর পাড়ে মাপ জরিপ ও ভূমি অধিগ্রহনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনি উপজেলার প্রস্তাবিত পায়ে হেঁটে চলার পথ পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, পৌর মেয়র হাজী আঃ লতিফ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, প্রমুখ।

 

সর্বাধিক পঠিত