• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হরিণা ফেরিঘাট পরিদর্শনে অনিয়ম পাইনি : এসপি সার্কেল

প্রকাশ:  ১২ মে ২০২১, ১১:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে চাঁদপুর হরিণা ফেরিঘাটে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না তা সরেজমিনে দেখার জন্যে আকস্মিক ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ¯িœগ্ধা সরকার। ৯ মে রোববার সকালে তিনি হরিণা ফেরিঘাট পরির্দশন করেন।
এ সময় তিনি যাত্রী ও মালামাল পরিবহনে যে কোনো অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে ঘাটে কর্মরত কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতাদের সতর্ক করেন। তিনি বলেন, আপাতত অনিয়ম পাওয়া যায়নি। তবে অনিয়ম হচ্ছে কি না তদন্ত চলছে। কোনো অনিয়ম, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যাত্রী পরিবহনের বিষয়ে এসপি সার্কেল ¯িœগ্ধ সরকার জানান, সরকার ঈদে ঘরমুখো মানুষের জন্যে অতিরিক্ত ফেরি পর্যন্ত চালু করেছে। চলমান লকডাউনের বিধি-নিষেধ অনুযায়ী সরকারের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদসহ পুলিশ ফোর্স।

 

 

সর্বাধিক পঠিত