• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বাল্যবিবাহ ও মাদকমুক্ত হাজীগঞ্জ গড়ার চেষ্টা অব্যাহত থাকবে : ইউএনও মোমেনা আক্তার

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২১, ০৯:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মোমেনা আক্তার বলেন, আমি চাঁদপুর ও ফরিদগঞ্জে পূর্বে চাকরি করার সুবাদে এ অঞ্চলের মানুষ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। চাঁদপুর জেলার সমৃদ্ধ উপজেলা হাজীগঞ্জ। এ উপজেলায় আমি আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা চাই। হাজীগঞ্জে বাল্যবিবাহ ও মাদকমুক্ত হাজীগঞ্জ গড়ার চেষ্টা অব্যাহত থাকবে।
মোমেনা আক্তার গত ১ এপ্রিল হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বৈশাখী বড়ুয়ার স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। মতবিনিময় সভায় হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত