• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

মঙ্গলবার চাঁদপুরে ৫৫ জনের করোনা শনাক্ত

আক্রান্তের হার ৩০.৫৭

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২১, ১১:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল মঙ্গলবার চাঁদপুরে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৫৫ জনের মধ্যে গতকালকের হচ্ছে ৪৮ জন। বাকি ৭ জন হচ্ছে সোমবারের। এদিন ৩১ জনের নমুনা পরীক্ষা বাকি ছিলো। যা গতকাল করা হয়। আর গতকাল পরীক্ষা করা হয় ১৫৭ জনের নমুনা। এই ১৫৭ জনের মধ্যে ৪৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ হিসেবে আক্রান্তের হার হচ্ছে ৩০.৫৭ ভাগ। যা এ পর্যন্ত চাঁদপুর জেলায় সর্বোচ্চ। নতুন এই ৫৫ জনসহ এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা শনাক্ত হলো ৩৭১৯ জন। এর মধ্যে সদর উপজেলায় হচ্ছে ১৭২৫ জন।
গতকাল শনাক্ত হওয়া ৫৫ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে: চাঁদপুর সদর ৩১, ফরিদগঞ্জ ৩, হাজীগঞ্জ ৩, মতলব দক্ষিণ ৫, হাইমচর ২, কচুয়া ৭, শাহরাস্তি ৩ ও মতলব উত্তর ১।
এদিকে গতকাল ২৯ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত থেকে সুস্থ হলো ৩০০৫ জন। আর চিকিৎসাধীন আছেন সোমবার পর্যন্ত ৫৬৩ জন। মারা গেছেন মোট ১০৩ জন।

 

সর্বাধিক পঠিত