• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি আনন্দ অশ্রু ফাউন্ডেশন এর কার্যক্রম উদ্বোধন

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানকে ধরন করে স্বেচ্ছাসেবী সংগঠন শাহরস্তি আনন্দ অশ্রু ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে।

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২১, ২২:৩৭ | আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৪১
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তি আনন্দ অশ্রু ফাউন্ডেশন এর কার্যক্রম উদ্বোধন

ইউসুফ পাটোয়ারী লিংকন

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানকে ধরন করে স্বেচ্ছাসেবী সংগঠন শাহরস্তি আনন্দ অশ্রু ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল ১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় প্রধান অতিথি হিশেব উপস্থিত থেকে এর উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ। তিনি আনন্দ অশ্রু ফাউন্ডেশন এর ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশন বিষয়ক সম্পাদক জেড,এম আনোয়ার, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবদীন মোল্লা, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল গফুর।

যুগ্ন সাধারণ সম্পাদক রিপন হোসেন মোল্লার প্রাণবন্ত উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আবুল কাসেম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওমর ফারুক রতন, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহদাত হোসেন রিপন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন জালালী।

সভাপতি ওমর ফারুক রতন তাঁর বক্তব্যে বলেন, শাহরস্তি আনন্দ অশ্রু ফাউন্ডেশন আমাদের কার্যক্রম সমূহ হলোঃ- এতিম শিশুদের বস্ত্রদান, কোরআন হাফেজদের সহযোগিতা করা, মৃত ও অসহায় ব্যাক্তিদের দাপন কাপনের ব্যবাস্থা করা, বিধবা নারীদের খাবার ও বস্ত্র দান করা, বাল্য বিবাহ বন্ধে প্রশাসনকে সহযোগীতা করা, প্রতিবন্ধীদের অর্থ সহায়তা করা, গরীব অসহায়ের চিকিৎসা ব্যবস্থা করা, গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়ায় অর্থ, বই, কলম, সহায়তা করা, সকল ধর্মীয় উন্নয়ন মূলক কাজে অর্থ দান করা, মুমূর্ষু রোগীর জন্য রক্তদান। তিনি বলেন এই সংগঠন যেন শুনামের সহিত পরিচালনা করতে পারি সেই জন্য সকলের সহযোগীতা কামনা করি।