• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

৭ মার্চ উপলক্ষে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আনন্দ উদযাপন

সেদিন জাতির পিতার বক্তব্যে ফুটে উঠেছে স্বাধীনতার কথা : পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম

প্রকাশ:  ০৮ মার্চ ২০২১, ১২:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দোশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের আনন্দ উদ্যাপনের অংশ হিসেবে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উদ্যোগে আনন্দ উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৭ মার্চ রোববার বিকেলে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সারাদেশে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুর জেলা পুলিশের এ আনন্দ উদ্্যাপন পূর্বে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)সহ উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম তাঁর বক্তব্যের শুরুর বাক্যটি ছিলো ‘সাবাস বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ’।
তিনি এরপর বলেন, আজকে ৭ মার্চ। ১৯৭১ সালের ৭ মার্চ আর আজকের ২০২১ সালের ৭ মার্চ ৫০ বছর। আমরা যদি পিছনে ফিরে যাই তবে আজকে কেনো আমরা ৭ মার্চ পালন করছি। সেদিন জাতির পিতার বক্তব্যে ফুটে উঠেছে স্বাধীনতার কথা। যার বাঁশিতে বাঙালি জাতি একত্রিত হয়েছিলো স্বাধীনতার জন্যে। পররাষ্ট্র নীতিকে মাথায় রেখে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেদিন ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৩ মিনিট পর্যন্ত তিনি বক্তব্য রাখেন। তাঁকে সেদিন শক্তি আর সঞ্চার যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা। আজ শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন  আহমেদ।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে এবং এম আর ইসলাম বাবু ও চাঁদপুর মডেল থানার  উপ-পরিদর্শক শাহরিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সর্বাধিক পঠিত