• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

অভয়াশ্রম বাস্তবায়নে হানারচরে সচেনতামূলক সভা

নির্দেশনা অমান্য করে মাছ ধরলে ফলাফল ভালো হবে না : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ০৪ মার্চ ২০২১, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাটকা রক্ষা কার্যক্রম ও মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনায় অভয়াশ্রম বাস্তবায়ন বিষয়ক সচেনতামূলক সভা গতকাল ৩ মার্চ বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও চাঁদপুর মৎস্য অধিদপ্তর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল বাকী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা যারা অমান্য করে নদীতে মাছ ধরবে তাদের ফলাফল ভালো হবে না। আমরা জেলেদের পক্ষে আছি, থাকবো। কিন্তু যেসব জেলে আইন মানবে না সেসব জেলের পক্ষে আমরা থাকবো না। যারা নৌকা ও জাল দিয়ে জেলেদের নদীতে মাছ ধরতে নামাবে তারা পার পাবে না। কান টানলে মাথা আসে। আমরা জানি কীভাবে নাম বের করতে হয়।
সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, আওয়ামী মৎস্যজীবী সমিতির সভাপতি মালেক দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ ছাত্তার রাঢ়ী ও মৎস্যজীবী নেতা মোঃ শাহআলম মল্লিক। সভায় কোরআর তেলাওয়াত করেন মাওঃ সফিকুল ইসলাম।

 

সর্বাধিক পঠিত