• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাল ব্যবসায়ী লিটন বণিকের পরলোকগমন

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক টুটন বণিকের বড় ভাই লিটন বণিক গত ২০ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা সাভার এনাম মেডিকেল হাসপাতাল এন্ড কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (দিব্যান লোকান স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর অকাল মৃত্যু সংবাদে পুরাণবাজার ব্যবসায়ী মহলসহ তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত ২১ ফেব্রুয়ারি রোববার সকালে তার মরদেহ পুরাণবাজার রয়েজ রোডস্থ ঘোষপাড়াস্থ নিজ বাসভবনে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকারসহ অনেকেই তার বাসভবনে ভিড় জমান। তার মরদেহ পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে নিয়ে আসা হলে জেলা পূজা উদ্যাপন পরিষদ, হরিসভা কালী মন্দির কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে সকাল ১১টায় চাঁদপুর পৌর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মহাশ্মশানে পৌর কাউন্সিলর মালেক শেখ, চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী, সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাসার কাসেম বেপারী, আলহাজ্ব সফিউল্লাহ পাটওয়ারী স্বপন, সদস্য বংকিম বিহারী সাহাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত লিটন বণিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতি পুরাণবাজারে অর্ধ দিবস তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
    

 

 

সর্বাধিক পঠিত