• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ পরিষদের ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশ:  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সেলিম খান এবং দলের সমর্থিত নয়জন ইউপি সদস্য ও সংরক্ষিত তিনজন নারী সদস্যকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান পদে একজন এবং সাধারণ ইউপি সদস্য পদে নয়জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। অন্য কোনো প্রার্থী না থাকায় এবং বাছাইতে দাখিলকৃত ১৩জনের মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনের বিধিমালা মোতাবেক চেয়ারম্যানসহ ১৩ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ ও নবনির্বাচিত ইউপি সদস্যরা। ইউপি সদস্য পদে বিজয়ীরা হলেন : ১নং ওয়ার্ডে দুলাল বেপারী, ২নং ওয়ার্ডে মনির শেখ, ৩নং ওয়ার্ডে শফিক রাঢ়ি, ৪নং ওয়ার্ডে হারেস মজুমদার, ৫নং ওয়ার্ডে হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ডে শাহআলম মাঝি, ৭নং ওয়ার্ডে হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ডে মোঃ ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ডে জহির হাওলাদার। সংরক্ষিত ইউপি সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সীমা আক্তার।

সর্বাধিক পঠিত