• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নির্বাচনে ১৩ জনকেই বিজয়ী ঘোষণা।

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির নির্বাচনে ১৩ জনকেই বিজয়ী ঘোষণা।

ইউসুফ পাটোয়ারী লিংকন

চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজিষ্ট্রেশন নাম্বার চট্টগ্রাম -১৮৭৮ এর কার্যকরী পরিষদের আগামী ১৫/০২/২০২২খ্রিঃ তারিখে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনকে সামনে রেখে গত ২৮/০১/২০২১ খ্রিঃ তারিখ উক্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিলে গত ০৩/০২/২০২১ খ্রিঃ তারিখ মনোনয়নপত্র ক্রয় এবং জমা দেওয়ার শেষ তারিখ,০৪/০২/২০২১ খ্রিঃ তারিখ মনোনয়ন যাচাই-বাছাই এবং ০৫/০২/২০২১খ্রিঃ তারিখ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ঘোষণা করেন- নির্বাচন উপ-পরিষদ।উক্ত নির্বাচন কমিশনারের কার্যালয় কর্তৃক, উপ-পরিচালকের কার্যালয়, আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লা, বরাবর লিখিতভাবে উক্ত নির্বাচনী তফসিলের বিষয়াদি অবগত করেন এবং উক্ত মনোনয়ন প্রত্যাহারের দিন ০৫/০২/২০২১খ্রিঃ তারিখ শ্রম দপ্তর কর্তৃক একজন প্রতিনিধি অত্র নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্হিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।সেই প্রেক্ষিতে আজ ০৫/০২/২০২১খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় উপ-পরিচালকের কার্যালয়ের শ্রম-কর্মকর্তা জনাব মোঃ তাজুল ইসলাম মহোদয় উক্ত নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্হিত হন।আমন্ত্রিত অতিথির সম্মুখে নির্বাচন উপ-পরিষদের কর্মকর্তাগণ জানান সর্বমোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো মনোনয়ন জমা হয়। মনোনয়ন যাচাই-বাছাইকালে উক্ত সমিতির সদস্য (মালিক) না হওয়ায় ০৩ টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। বাতিল প্রার্থীগণ সত্যতা মেনে নেন এবং কোন প্রকার অভিযোগ কিংবা আপত্তি করেন নাই। বাকী ১৩টি মনোনয়ন ভিন্ন-ভিন্ন পদে এবং প্রতিটি পদে একাদিক প্রার্থী না থাকায় উল্লেখিত ১৩টি পদে প্রত্যেককে বিজয়ী বলে ঘোষণা করেন নির্বাচন উপ-পরিষদ। সমস্ত বিষয়াদি কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরের মাননীয় শ্রম-কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম মহোদয় প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন।

সর্বাধিক পঠিত