• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে ২শ' বছরের পুরানো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিতে টিনের বেড়া!

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০২১, ১৭:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে চলাচলের রাস্তায় টিনের বেড়া দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছে স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের জলিল মাস্টার বাড়ির সামনে দিয়ে গণি মাস্টার বাড়ি পর্যন্ত চলাচলের পথে খালের উপর স্থাপিত কালভার্টের প্রায় ৪০ ভাগ জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে টিন দিয়ে বেড়া স্থাপন করে গণি মাস্টার বাড়ির মৃত জুনাব আলীর পুত্র মোঃ হারেছ মিয়া।


স্থানীয়রা জানায়, এই রাস্তাটি প্রায় ২শ' বছরের পুরানো। বেশ ক'বার ইউনিয়ন পরিষদের বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয়। টিনের বেড়া দিয়ে রাস্তা দখল করায় ওই অঞ্চলে বসবাসরত লোকদের চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে প্রতিবাদ করলে হারেছ এলাকার লোকজনকে হুমকি-ধমকি প্রদানের অভিযোগ করেছে স্থানীয়রা


এ ব্যাপারে হারেছ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার জায়গা তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি। পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সুবিধার জন্যে তারা নিজেদের জায়গা রাস্তার জন্যে ছেড়ে দিয়েছেন। রাস্তায় কেউ চলাচল করতে চাইলে রাস্তার পাশে আমাদের জমাভুক্ত হালটে রাস্তা বেঁধে চলাচল করতে পারবে।

সর্বাধিক পঠিত