• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জনসহ ৮০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশে ৪র্থ ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিন গতকাল রোববার ফরিদগঞ্জ পৌরসভার মেয়রসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের জন্যে মোট ৮০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিসে এরা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বিএনপি মনোনীত প্রার্থী পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বিএনপির বিদ্রোহী এএমএম টুটুল পাটওয়ারী ও আমজাদ হোসেন শিপন।

এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৬৪ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন কুসুম বেগম, জান্নাতের নেছা, রোজিনা ও শাহিনা আক্তার। ২নং ওয়ার্ডে সাবিনা ইয়াছমিন, খোতেজা বেগম ও হাছিনা আক্তার। ৩নং ওয়ার্ডে মাহমুদা বেগম, গীতা রাণী দাস, সেলিনা আক্তার যুথী ও ফাতেমা বেগম।

সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র দাখিল করেন তারা হচ্ছেন : ১নং ওয়ার্ডে ১১ জন। এরা হলেন : ইসমাইল হোসেন, মোঃ নুরুজ্জামান, মোঃ আক্তার হোসেন, আমিনুল হক, শাহজালাল, মোঃ ওমর ফারুক, সাইফুর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ ইয়াছিন মিয়া ও মোস্তফা কামাল সুমন। ২নং ওয়ার্ডে ৭ জন। এরা হলেন : মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুর রব, হারুন অর রশিদ, রাশেদ, রুবেল মিজি, হুমায়ুন কবির, মোঃ সাইফুর রহমান ও মোঃ সারোয়ার হোসেন।

৩নং ওয়ার্ডে ৪ জন। এরা হলেন : ইউনুছ বেপারী, মোঃ জায়েদ হোসেন, মোঃ মহসিন তালুকদার ও মোঃ জয়নাল আবদীন। ৪নং ওয়ার্ডে ৮ জন। এরা হলেন : মোঃ বিল্লাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম, এস.এম. ফজলে রাবি্ব, আবু তাহের, মোঃ আব্দুল মান্নান, জহিরুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন ও মোঃ শাহজাহান। ৫নং ওয়ার্ডে ৬ জন। এরা হলেন : মোঃ আবুল হাসান, মোঃ খলিলুর রহমান, মনির হোসেন গাজী, মোঃ জাহিদ হোসেন, সোহেল দেওয়ান ও মোঃ আমিন হোসেন। ৬নং ওয়ার্ডে ৪জন। এরা হলেন : আল-আমিন মোল্লা, মাহবুব আলম, মজিবুর রহমান ও মোঃ মাজহারুল আলম। ৭নং ওয়ার্ডে ১০ জন। এরা হলেন : মোহাম্মদ হোসেন, মোঃ মজিবুর রহমান, আলী হায়দার টিপু পাঠান, মোঃ জহির মিজি, মোঃ সোহেল রানা, কাজী কাউছার, তাজুল ইসলাম, জাকির হোসেন, এমরান হোসেন ও আহছান উল্ল্যা। ৮নং ওয়ার্ডে ৭ জন। এরা হলেন : জাকির হোসেন গাজী, দিলিপ চন্দ্র দাস, উৎপল চন্দ্র দাস, মিজান পাটোওয়ারী, মোহাম্মদ আমান উল্ল্যাহ আমান, কামরুল ইসলাম ও মফিজ উদ্দিন জনী। ৯নং ওয়ার্ডে ৭ জন। এরা হলেন : মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ রসু মিয়া, মোঃ তোফায়েল আহমেদ, মাসুদ আলম ভূঁইয়া, আবু জাফর, মাহমুদুল হাসান মন্জু ও মোঃ আঃ গফুর মিয়া।

উল্লেখ্য, মনোনয়নপাত্র যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহার ২৬ জানুয়ারি ও ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি।