• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

মেয়রসহ চাঁদপুর পৌর পরিষদ সংবর্ধিত

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২১, ১৭:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের প্রথম নৃত্য সংগঠন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ পুরো পরিষদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল ১৬ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা মিলনায়তনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্য একাডেমী চাঁদপুরের মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। সপ্তরূপার অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সভাপ্রধানে ও সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ ও চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশিদ জাকির বন্দুকশী।

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহম্মদ আলী মাঝি, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, কাউন্সিলর আঃ মালেক শেখ, মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ চাঁন মিয়া মাঝি, মোঃ ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, মোঃ হাবিবুর রহমান দর্জি, মোঃ আলমগীর গাজী, খায়রুল ইসলাম নয়ন, অ্যাডঃ কবির চৌধুরী, মহিলা কাউন্সিলর ফেরদৌসি আক্তার, খালেদা বেগম ও আয়েশা রহমান। প্রথমবারের মত পৌর জনপ্রতিনিধিদের সকলকে এভাবে সংবর্ধনা প্রদান করায় সংবর্ধিত অতিথিগণ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীগণ মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।

সর্বাধিক পঠিত