• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মীর নিজস্ব ব্যাংক হিসাব খোলা হয়েছে

দৈনিক হাজিরা পেতে আর হয়রানি নয়

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মীর দৈনিক হাজিরার টাকা এখন থেকে প্রত্যেকের নিজস্ব ব্যাংক একাউন্টে চলে যাবে। এই টাকা নিতে তাদের আর হয়রানির শিকার হতে হবে না, পৌরসভায় এসে ভিড়ও করতে হবে না। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের পারিশ্রমিক পেতে এই প্রথম ব্যাংক হিসাব খুলে দেয়ায় তারাও খুশি। এতে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, তেমনি নিম্ন আয়ের এই মানুষগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না এবং কোনো ধরনের হয়রানির শিকারও হতে হবে না।


জানা গেছে, চাঁদপুর পৌরসভার মোট ২২২জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে। তারা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজটি করে থাকে। এদের পারিশ্রমিক হয়ে থাকে দৈনিক হাজিরার ভিত্তিতে। এই ২২২ জনের একমাসে সর্বমোট বেতন/পারিশ্রমিক আসে ১২ লক্ষাধিক টাকার মতো। পৌরসভার কঞ্জারভেন্সী শাখা এই পরিচ্ছন্ন কর্মীদের পারিশ্রমিক দৈনিক হাজিরা এবং কাজের ভিত্তিতে পরিশোধ করতো। কিন্তু দেখা যেতো যে, এই টাকা নিতে পরিচ্ছন্ন কর্মীদের অনেক সময় হয়রানির শিকার হতে হতো, টাকাও কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে কম দেয়া হতো। তবে অফিসের হিসেবে দেখানো হতো পুরোটাই পরিশোধ। নানা কারণ বা অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে কর্তন করে রাখা অর্থ পৌরসভার কঞ্জারভেন্সী শাখার যোগসাজশে অসাধু কিছু কর্মকর্তার মধ্যে ভাগবাঁটোয়ারা হয়ে যেতো। এই অবৈধ পথটি বন্ধ করে দিলেন পৌরসভার বর্তমান মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীর পৃথক ব্যাংক হিসেব খুলে দেয়া হয়েছে। চলতি জানুয়ারি মাস থেকেই প্রত্যেকের নির্ধারিত পারিশ্রমিক যার যার ব্যাংক হিসাবে চলে যাবে। ব্যাংক থেকে যার যার সুবিধা মতো সময়ে টাকা তুলে নিবে। এই ব্যবস্থা চালুর দ্বারা পৌরসভার সংশ্লিষ্ট শাখা ঝামেলা মুক্ত থাকার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীরাও হয়রানি থেকে রক্ষা পেলো এবং তাদের ন্যায্য পাওনাও তারা বুঝে পাবে।

সর্বাধিক পঠিত