• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৫নং রামপুর ইউনিয়ন ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২০, ১০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ২৫ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, এনডিসি। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রামপুর ইউনিয়নে ডিজিটাল সেবা কার্যক্রমের আওতায় রামপুর ইউপি সেবা (rampurupsheba.com) অ্যাপসের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেখেন। সে সাথে এ ইউনিয়নের ডিজিটাল সেন্টার তথ্য প্রযুক্তির ব্যবহার করে জনগণকে সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা দেয়ার জন্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রশংসা করেন। বিভাগীয় কমিশনার বলেন, দেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে। এই ইউনিয়নের ডিজিটাল ইউপি সেবা পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়নে চালু করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও ইউপি সেবার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবার মান উন্নয়ন সম্পর্কিত মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি ইউপি সেবা অ্যাপ ডেভেলপমেন্টে জেলা প্রশাসকের পরিকল্পনায় বাস্তবায়ন এবং অরেঞ্জ বিডি লিঃ-এর প্রশংসা করেন।


এ সময় উপস্থিত চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং ডিডিএলজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, ইউনিয়নের উদ্যোক্ত ইমরান হাসান প্রমুখ।

উল্লেখ্য, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি গত ২৪ সেপ্টেম্বর ৫নং রামপুর ইউনিয়নের এই ডিজিটাল তথ্য সেবাটি উদ্বোধন করেছিলেন। তিনি তাঁর বক্তব্যেও এই সেবাটি চাঁদপুর জেলাসহ দেশের প্রতিটি ইউনিয়নে চালু করার গুরুত্বারোপ করেন।

সর্বাধিক পঠিত