• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিসহ আত্মরক্ষায় এ প্রশিক্ষণ কাজে লাগবে : আব্দুল্লাহ আল মাহমুদ জামান

প্রকাশ:  ২৪ অক্টোবর ২০২০, ১৫:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিসহ আত্মরক্ষায় এ প্রশিক্ষণ কাজে লাগবে। যারাই এ প্রশিক্ষণে অংশ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। চাঁদপুরে মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সহসাই এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ধন্যবাদ জানাই বাংলাদেশ কারাত ফেডারেশনকে জেলা পর্যায়ে তারা এ ধরনের আয়োজন করায়।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিত্রনায়ক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আলেকজেন্ডার বো, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক ফুটবলার মানোয়ার চৌধুরী, প্রশিক্ষক মঈনুল হোসেন, অ্যাডঃ মাহবুব ও জসিম প্রমুখ।