• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ জেলা শাখার শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২০, ১৮:৫৯ | আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার শ্রদ্ধা নিবেদন, আলোচনা, আবৃত্তি ও গানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফরিদ আহাম্মদ, সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি তপন সরকার, সংগঠনের উপদেষ্টা অ্যাডঃ সায়েদুল ইসলাম বাবু, বিশেষ পিপি নারী ও শিশু আদালত, উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে অনলাইনে যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ বিশিষ্ট আবৃত্তিকার ডঃ শাহাদাত হোসেন নিপু।

সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এবং মুক্তা পীযুষের সভাপতিত্বে এই আয়োজনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, মুহাম্মদ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ রূপা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক বীণা ঘোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রত্ন পীযূষ, আবৃত্তি সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, সহ-আবৃত্তি সম্পাদক কাব্য কণিকা ঘোষ, কার্যকরী সদস্য আবু সায়েম, আবৃত্তি শিল্পী সোহা, প্রখর, সাদ, অনন্যা অনু, শ্যামা মুন, ফাতেমা, রাজিব ও ধ্রুব। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন রোটাঃ রাজীব দাস।

সর্বাধিক পঠিত