• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

আশ্বিনপুরে তিনটি দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ:  ২৩ জুলাই ২০২০, ১৪:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুরে বাজারে মঙ্গলবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী আক্তার হোসেন (৪০)সহ চার ব্যক্তি আহত হয়েছে।


বাজারের ব্যবসায়ী মাসুদ পাটোয়ারীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেনের দোকান থেকে রাত সাড়ে ৮টায় আগুনের সূত্রপাত ঘটে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুনের শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। জনসাধারণ ও ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বাজারের মবিন মজুমদারের ইলেকট্রনিঙ্, আবুল কালামের স্টেশনারী ও আক্তার হোসেনের ইলেক্টনিক্স দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে তাদের প্রায় ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডে ঘটেছে।

ওসি স্বপন কুমার আইচ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের সহায়তায় আগুন নিভায়। আগুনে বাজারের তিন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।