• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সোয়া ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ১২ জুলাই ২০২০, ০৯:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজারে অভিযান চালিয়ে ২০ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর। যার আনুমানিক মূল্য ৭ কোটি ১৮ লাখ টাকা।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত যুগি পট্টি ও বলাকা গলিতে ২টি গোডাউন ও ৩টি দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বিএন সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সুতা ও জাল বিক্রেতা উত্তম বর্মন ও প্রবীর নাহা নামের দু দোকান মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান জানান, সারা বছরই কারেন্ট জাল নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ রক্ষা আইনে অবৈধ জালের ব্যবহার বন্ধে আমরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত জালগুলো বিনষ্ট করা হবে।

সর্বাধিক পঠিত