• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

পুলিশ সুপারসহ জেলায় নতুন ১৮ জনের করোনা শনাক্ত

একদিনে ৩১ জনকে সুস্থ ঘোষণা

প্রকাশ:  ০১ জুলাই ২০২০, ১১:০৭ | আপডেট : ০১ জুলাই ২০২০, ১৩:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে চাঁদপুর পুলিশ লাইন্সের আরও ৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানকে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল উক্ত পুলিশ কর্মকর্তা ও ৭ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮শ' ৭৪ জন। আর মৃতের সংখ্যা পূর্বের ৫৭ জনই রয়েছে। গতকাল মঙ্গলবার ১শ' ৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১৮ জনের ছিলো পজিটিভ। পজিটিভ ১৮ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ৮, হাজীগঞ্জ ২, মতলব দক্ষিণ ১, হাইমচর ১, শাহরাস্তি ৩ ও মতলব উত্তর ৩ জন।


সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা যায়, গতকাল পর্যন্ত স্যাম্পল পাঠানো হয়েছে ৪ হাজার ৪শ' ৯৭ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৪ হাজার ১শ' ৪ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ৩শ' ৯৩ জনের। এদিকে গতকাল একদিনই ৩১ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আক্রান্তদের মধ্য থেকে ২শ' ৯৯ জনকে সুস্থ ঘোষণা করা হলো। বাদবাকি ৫শ' ১৮ জন চিকিৎসাধীন আছেন।