• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ৭৫জনের করোনা রিপোর্ট নেগেটিভ।।

আইসোলেশনে নারীর মৃত্যু

প্রকাশ:  ০২ মে ২০২০, ২৩:২৭
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

শনিবার সকালে চাঁদপুরের সিভিল সার্জন অফিসে আইইডিসিআর থেকে ৭৫জনের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। তাদের সবার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ তারা কেউ করোনায় আক্রান্ত নন। এর আগে শুক্রবার মাত্র ১জনেরে রিপোর্ট আসে। সেটিও নেগেটিভ

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চাঁদপুর থেকে সর্বমোট নমুনা (স্যাম্পল) পাঠানো হয়েছে ৪৩২জনের। রিপোর্ট এসেছে ৩৭২জনের। রিপোর্ট অপেক্ষায় আছে ৬০টি। এর মধ্যে ১৭জন করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২জন মৃত ও ৫জন সুস্থ হয়েছেন। বাকী ১০জন এখনো চিকিৎসাধীন। কারো অবস্থাই গুরুতর নয়।

এদিকে ১ মে শুক্রবার রাতে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির মাত্র দেড় ঘন্টার মাথায় এ গৃহবধূ মারা গেছেন। তিনি চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার জনৈক জাহাঙ্গীরের স্ত্রী। তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং করোনা সন্দেহে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

সর্বাধিক পঠিত