• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

করোনায় প্রভাবিত মানুষের মাঝে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উপহার প্রদান অব্যাহত

চাঁদপুর পৌরসভার ১৫ ওয়ার্ডে পুনরায় উপহার প্রদান

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০২০, ১১:৪৪
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

পবিত্র মাহে রমজান শুরু। বর্তমান সময়টা খুবই ক্রান্তিকাল। করোনাভাইরাসের এই ক্রান্তিকালে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এখনো সাধারণ মানুষের পাশে আছেন। তাঁর উপহার তথা খাদ্য সহায়তা প্রদান এখনো অব্যাহত আছে। 

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের অসহায় মানুষের জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির উদ্যোগে ৭.৫ টন চাল, ১৫০০ লিটার তেল এবং ৩ টন আলু প্রদান করা হয়। অর্থাৎ প্রতি ওয়ার্ডে ৫০০ কেজি করে চাল, ১০০ লিটার তেল ও ১০০ কেজি করে আলু নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হয়। ডাঃ দীপু মনির বাসা থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সাইফুদ্দিন বাবু, এমরান হোসেন, কবির পাটওয়ারী, সাখাওয়াত হোসেন প্রমুখ।