• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ১০ জনের নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব মেলেনি

প্রকাশ:  ০৬ এপ্রিল ২০২০, ২০:৫৪ | আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৫৬
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

চাঁদপুরের পাঁচটি উপজেলার করোনাভাইরাসের উপসর্গ থাকা ১০জনের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। তবে কারও দেহেই করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, গত শুক্রবার চাঁদপুরের ৫টি উপজেলা থেকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১০জনের নমুনা সংগ্রহ করা হয়। প্রতিটি এলাকা থেকে জ্বর, সর্দি ও কাশি আছে, এমন দুজন করে বেছে নেওয়া হয় ।

পরে এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তিন দিন পর সেখান থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, এই ১০জনের সবার পরীক্ষার ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে।

সর্বাধিক পঠিত