• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে দরিদ্রদের মাঝে জেলা পুলিশের খাদ্য সহায়তা অব্যাহত

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২০, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি।।
প্রিন্ট

করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। দেশজুড়ে লকডাউনের মত পরিস্থিতিতে অনেক গরিব মানুষ খাদ্য সংকটে পড়েছেন। বিশেষ করে যারা রোজকার উপার্জনে খেয়ে পড়ে বাঁচেন, তাঁদের অবস্থা শোচনীয়। দরিদ্র পরিবারগুলো যাতে খাদ্য কষ্ট না পায় সেই লক্ষ নিয়ে চাঁদপুর জেলা পুলিশের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। 

সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি হতদরিদ্র পরিবারের তালিকা করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। ১ এপ্রিল বুধবার সকালে তৃতীয় দিনের মতো শহরের পুরাণবাজার হরিজন কলোনী এবং পুরাণবাজার ডিগ্রী কলেজের সামনে সমাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। 

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তির একটাই উপায় অল্পকিছু দিন সমাজিক দূরত্ব বজায় রাখা। চাঁদপুরের মান্যবর পুলিশ সুপার স্যারের নেতৃত্বে জেলা পুলিশ এ খাদ্য সহায়তা দিচ্ছে। এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দুর্যোগকালিন সময়টা ঘরে থাকুন। আপনারা নিজেরা ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। 

এমসয় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, চাঁদপুর মডেল থানা ওসি মো. নাসিম উদ্দিন, ওসি তদন্ত হারুনুর রশীদ, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জজব মো. মাসুদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত