• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

করোনা ভাইরাস মোকাবেলায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২০, ২৩:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের জন্য মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে জেলা প্রশাসন, চাঁদপুরএর সহযোগিতায় মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে ৫০ % কম মূল্যে মাস্ক, স্যানিটাইজার ও নির্ধারিত ঔষধ বিক্রয় শুরু করা হয়েছে।  ২৯ মার্চ বিকেলে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক, চাঁদপুর মোঃ মাজেদুর রহমান খান। এ সময় তিনি উপস্থিত সকলকে কেনাকাটার ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন। এছাড়া জেলা প্রশাসন, চাদপুর এর সহযোগিতায় ২৫০ জন হত দরিদ্রদের মাজে বিনামূল্যে ৫ কেজি করে চাল প্রদান করা হয়। তিনি বলেন নিম্নবিত্ত মানুষের কল্যানের জন্য আমাদের এ উদ্যোগ। আমরা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু রাখবো। উল্লেখ্য যে, হাসপাতালের পক্ষ থেকে আরও ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে খাদ্য দ্রব্য প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি রহীম বাদশা, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

সর্বাধিক পঠিত