• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

করোনা ভাইরাসের ধারণা সম্পর্কে চাঁদপুরে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ

প্রকাশ:  ২৩ মার্চ ২০২০, ১৭:০২
চাঁদপুর প্রতিনিধি \
প্রিন্ট

করোনা ভাইরাস সম্পর্কে ধারনা ও নিরাপত্তা অবস্থায় থেকে সংবাদ সংগ্রহের জন্য চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সীমত সংখ্যক সাংবাদিকদের নিয়ে দুই পর্বে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডেকিল অফিসার ডাঃ সুজাউদ্দৌলা রুবেল ও চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে করোনা ভাইরাস সম্পর্কে সরকারের উদ্যোগ তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।

প্রশিক্ষণের ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমূখ।

সর্বাধিক পঠিত