• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ব্যবসায়ীদের প্রতি চাঁদপুর চেম্বার সভাপতির অনুরোধ অতিরিক্ত দামে পণ্য ক্রয়-বিক্রয় করবেন না

প্রকাশ:  ২২ মার্চ ২০২০, ১৮:৪৪ | আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:৫২
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

করোনাভাইরাস ইস্যুতে সহনশীল ও গ্রহনযোগ্য বাজার দর বজায় রেখে পণ্য বিক্রি করার জন্য সকল পর্যায়ের ব্যবসায়ীদের আহবান জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।

তিনি ২২ মার্চ রবিবার এক বিবৃতিতে  বলেছেন, বিশ্বব্যাপী মানুষের মধ্য করোনাভাইরাসের যে মহামারি দেখা দিয়েছে তা পুঁজি করে আমরা যেন অতিরিক্ত দামে পণ্য ক্রয়- বিক্রয় না করি। সেবার মনোভাব নিয়ে ও নীতি-নৈতিকতার মাধ্যমে পরিমিত লাভের কথা চিন্তা করে ব্যবসা করতে হবে।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপণ্যের বাজার অস্থির করা যাবে না। যারা এমন অসাধুপায় অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে চেম্বারের কোন কিছু করার থাকবে না

তিনি জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেম্বার কাজ করছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও বাজার মনিটরিং করা হচ্ছে।

চেম্বার সভাপতি ক্রেতাদের উদ্দেশে বলেন, গুজবে কান দেবেন না। দেশে সব প্রণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। অহেতুক গুজবে কান দিয়ে অতিরিক্ত পণ্য কিনতে বাজারে না আসারও আহ্বান জানান তিনি। সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুন এই কামনা করেন।