• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আল আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সরকার সারা‌দেশে শিক্ষার মা‌নোন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছে-- জেআর ওয়াদুদ টিপু।

প্রকাশ:  ১০ মার্চ ২০২০, ১০:২০
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট

চাঁদপুর আল আমিন একা‌ডেমি স্কুল এন্ড ক‌লে‌জের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা ও পুরষ্কার ‌‌বিতরনী বিদ্যালয় প্রাঙ্গ‌ণে অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

৮ মার্চ‌ রোববার দুপু‌রে পুরষ্কার বিতরনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন প্র‌তিষ্ঠা‌নের এডহক ক‌মি‌টির সভাপ‌তি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। বক্তব্যের শুরু‌তে সকল শহীদের প্র‌তি শ্রদ্ধা জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, অত্র বিদ্যাল‌য়ের পড়া‌লেখা, খেলাধূলা ও সাংস্কৃ‌তিক ঐ‌তিহ্য র‌য়ে‌ছে তা আরো উন্নয়ন কর‌তে হ‌বে। প্র‌তিষ্ঠান‌টির সুনাম ও ঐ‌তিহ্য ধ‌রে রাখ‌তে শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থী‌দের ভূ‌মিকা অ‌পরিহার্য। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার সারা‌দেশে শিক্ষার মা‌নোন্নয়‌নে কাজ ক‌রে যা‌চ্ছে। টি‌নের ঘর‌টি দেখ‌ছেন সে জায়গায় ১০ তলা বহুতল ভব‌নের নির্মা‌নের কথা ভাবা হ‌চ্ছে। ‌

তি‌নি পৌরসভা নির্বাচন সম্প‌র্কে আরো ব‌লেন, আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে সে‌দিন সক‌লে ভোট দি‌তে ভোট কে‌ন্দ্রে যা‌বেন। কেন্দ্রে গি‌য়ে আপনার পছ‌ন্দের প্রার্থ‌ী‌কে ভোট দি‌বেন। আপনাদের মূল্যবান ভো‌টে আগামীর পৌর মেয়র নির্বা‌চিত হ‌বে। সৎ, যোগ্যউদ্যমী পৌর মেয়র নির্বাচিত কর‌তে ও পৌরবাসীর সেবার মানউন্নয়‌নে কাজ কর‌তে ভো‌টের মাধ্যমে পৌর মেয়র নির্বা‌চিত করুন।

‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, পু‌লিশ সুপার প‌দে প‌দোন্ন‌তিপ্রাপ্ত মোঃ মিজানুর রহমান, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) এস এম জাকা‌রিয়া, জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন, ক‌র্নেল মোঃ শাহাদাত হো‌সেন সিকদার। শিক্ষক ‌মোঃ আব্দুল মোতা‌লেব ও মোহাম্মদ হা‌নিফের যৌথ প‌রিচালনায় উপ‌স্থিত‌ ছি‌লেন ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এড‌ভো‌কেট জা‌হিদুল ইসলাম রোমান, জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনজার্চ মোঃ না‌সিম উ‌দ্দিন, তদন্ত ও‌সি হারুনুর র‌শিদ, আল আমিন একা‌ডেমী স্কুল এন্ড ক‌লে‌জের ছাত্রী শাখার ইনচার্জ নাস‌রীন পারভীন।

জাতীয় সংগীত প‌রি‌বেশন ও শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে অ‌তি‌থিবৃন্দ অনুষ্ঠা‌নের শুভ সূচনা ক‌রেন। সব‌শে‌ষে ক্রীড়া প্র‌তি‌যো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে অ‌তি‌থিবৃন্দ পুরষ্কার তু‌লে দেন।