• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমীতে

অরেঞ্জ বিডির স্কুল অটোমেশন সিস্টেম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৪ মার্চ ২০২০, ২২:৫৪ | আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:৫৬
স্টাফ রিপোর্টার
প্রিন্ট

 ৪ মার্চ বুধবার চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমীতে অরেঞ্জ বিডি লিঃ-এর সৌজন্যে স্কুল অটোমেশন সিস্টেম উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে স্কুলের এ অটোমেশন সিস্টেম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী অরেঞ্জ বিডির স্কুল অটোমেশন সিস্টেমের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালাইজেশন করা একান্ত জরুরি। কারণ এতে একটি স্কুল পরিচালনা সহজ হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে সরকার সমস্ত শিক্ষাব্যবস্থাকে অটোমেশনের আওতায় নিয়ে আসবে। তাই জেলার প্রতিটি স্কুলেই অটোমেশন সিস্টেম চালু করা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সমাজসেবক আলহাজ¦ মোশতাক হায়দার চৌধুরী, ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক, জেলা পরিষদ সদস্য মোঃ নূরুল ইসলাম, অরেঞ্জ বিডি লিঃ-এর সিইও আশরাফুল কবির জুয়েল, অরেঞ্জ বিডি লিঃ চাঁদপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর উজ্জ্বল হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সর্বাধিক পঠিত