• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আগামীকাল ‘চরিত্রগঠন আন্দোলন’ সমাবেশ

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২
স্টাফ রিপোর্টার।।
প্রিন্ট


সংবাদ বিজ্ঞপ্তি।।

মহান চিন্তানায়ক অক্ষমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জগতের বিরাজমান সমস্যাবলি নিরসনকল্পে ইংরেজি ১৯১৪ সালের কিছু আগে চাঁদপুর শহরের অদূরে ঘোড়ামারা মাঠে চরিত্রগঠন আন্দোলন (The Morality Campaign)-এর শুভ সূচনা করেন। তারই ধারাবাহিকতায় চরিত্রগঠন আন্দোলন পরিষদ ও চাঁদপুর অযাচক আশ্রম বহুকাল ধরে ১ জানুয়ারি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এবার ‘চরিত্রগঠন আন্দোলন’-কে যুবসমাজের মাঝে ছড়িয়ে দেয়ার ব্রতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের চেতনাকে ধারণ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশক্রমে তাঁর নিজ জেলা থেকে অক্ষমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত যুগোপযোগী মহান ‘চরিত্রগঠন আন্দোলন’ (The Morality Campaign)কে জাতীয় কর্মসূচি হিসেবে প্রণয়নের লক্ষ্যে আগামীকাল ৭ ফেব্রয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি উপস্থিত থাকবেন। সমাবেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সমাবেশ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও চরিত্রগঠন আন্দোলন পরিষদের উপদেষ্টা কাজী শাহাদাত, আহ্বায়ক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া এবং পৃষ্ঠপোষক ও চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী।

ডাঃ পীযূষ কান্তি বড়–য়া
আহ্বায়ক
চরিত্রগঠন আন্দোলন পরিষদ, চাঁদপুর।

 

সর্বাধিক পঠিত