• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্যে শিক্ষাবৃত্তি

প্রকাশ:  ০৯ মার্চ ২০১৯, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 প্রবাসে চাকুরী বা কাজ করতে গিয়ে যারা মৃত্যু কিংবা বিপদগ্রস্ত হয়ে তাদের সন্তানদের নিয়ে অসহায় জীবনযাপন করছেন, তাদের সন্তানদের শিক্ষার আওতায় এনে তাদের ভবিষ্যৎ বা তাদের ভাগ্য পরিবর্তনের জন্যে প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড মেধাবৃত্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। ৬ষ্ঠ থেকে বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে।
আইআরপির পরিচালক ও উপ-সচিব নূরুল আখতারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, যে সকল প্রবাসী ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এর সদস্য শুধুমাত্র তাদের সন্তানরা শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ১৪ মার্চ। িি.িবিন.মড়া.নফ ওয়েবসাইড থেকে আবেদন সংগ্রহ বা প্রয়োজনীয় তথ্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, ফরিদগঞ্জ এ যোগাযোগ করতে পাবেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ বলেন, প্রবাসী অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলা। তাই শিক্ষা বৃত্তির বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজন রয়েছে।

সর্বাধিক পঠিত