• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৪:০৯
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের সঙ্গে ডাকাতদলের কথিত বন্দুকযুদ্ধে মদন মিয়া (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ আহত হন।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দ্বারাগাও চা-বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ডাকাত মদন মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের রহমান মিয়ার পুত্র।

পুলিশের দাবি, ডাকাত মদন মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৭টি মামলার ওয়ারেন্ট রয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মিরপুর থেকে মদন মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাতে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং অন্য ডাকাতদের ধরতে মদন মিয়াকে নিয়ে দারাগাও চা বাগানে যায় পুলিশ। ওই সময় পাহাড় থেকে মদনের সহযোগিরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালালে ডাকাত মদন মিয়া গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের এএসআই সুহেল ছাদ এবং কনস্টেবল ইমরান আহত হন।

হবিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত