• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৭, ০৯:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে মোট ৮২ হাজার ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঢাকাসহ দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ জানান, এরই মধ্যে এমবিবিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকের সমন্বয়ে গঠিত প্রশ্নপত্র প্রণয়ন কমিটি কঠোর গোপনীয়তায় প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেছেন।

১০ মিনিট পর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সর্বাধিক পঠিত