• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

আনসার ভিডিপির সর্বোচ্চ প্রেসিডেন্ট পদক পেলেন ফরিদগঞ্জের জসিম খান

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাহসিকতামূলক কাজের জন্যে ফরিদগঞ্জ উপজেলা সহকারী আনসার ভিডিপি কোম্পানি কমান্ডার নূর মোহাম্মদ জসিম খানকে আনসার ভিডিপির সর্বোচ্চ পদক (প্রেসিডেন্ট পদক) দেয়া হয়েছে।
    ১২ ফেব্রুয়ারি সকালে সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে আনসার ভিডিপির ৩৯তম জাতীয় সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ বাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রধানসহ আনসার ভিডিপির মহা-পরিচালক মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ এনডিসি পিএসসি প্রমুখ।
    সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদক পরিয়ে দেন ও হাতে চেক তুলে দেন। এছাড়া এ পদকপ্রাপ্তির ফলে তিনি প্রতি মাসে বাড়তি সরকারি ভাতা পাবেন।
    এদিকে প্রেসিডেন্ট পদক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নূর মোহাম্মদ জসিম খান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আনসার বাহিনীর একজন ক্ষুদ্র সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি। আমাকে আনসার ভিডিপির সর্বোচ্চ প্রেসিডেন্ট পদক প্রদান করায় মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ আনসার ভিডিপির ঊর্ধ্বতন সকল কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
    উল্লেখ্য, ২০১৮ সালে তিনি জাতীয় রৌপ্য পদক লাভ করেন।

 

সর্বাধিক পঠিত